তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দুই ইলেকশন অবসারভার অমরেন্দ্র প্রসাদ সিংহ (জেনারেল) এবং রাজেশ কুমার (পুলিশ) কালিয়াগঞ্জে এসেই ভোটের প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে সে ব্যাপারে খোঁজ নেন ; শহর ও গ্রামের মানুষদের সাথে কথা বললেন।
রবিবার সকালে এসেই কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত ব্যানার্জী,কালিয়াগঞ্জের ব্লক নির্বাচন আধিকারিক প্রসন্ন ধারা,কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম ব্লক নির্বাচন আধিকারিক পরিমল কুমার দাসকে নিয়ে প্রথমে শহরের মিলনময়ী বালিকা বিদ্যালয়ে গিয়ে ভোট কেন্দ্র দেখেন।সেখান থেকে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রত্যন্ত এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে।অবসার্ভার অমরেন্দ্র প্রসাদ সিংহ এবং রাজেশ কুমার এলাকার মানুষদের সাথে কথা বলেন।এর পর সেখান থেকে চলে যান মালগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়।সেখানে গিয়ে কালিয়াগঞ্জ ব্লকের ব্লক নির্বাচন আধিকারিক প্রসন্ন ধারা,আই সি শ্রীমন্ত ব্যানার্জী ও যুগ্ম নির্বাচন আধিকারিকদের সাথে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে যাতে ভোট পর্ব মিটতে পারে সে ব্যাপারে আলোচনা হয়।
আরও পড়ুনঃ জেলা পুলিশ সুপারের পক্ষপাতিত্বের অভিযোগে বিক্ষোভ তৃণমূলের
কালিয়াগঞ্জ থানার আই সি শ্রীমন্ত ব্যানার্জী জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দুই অবসার্ভার তারা মালগাঁও থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যান।নির্বাচন প্রথম দফা শেষ হওয়ার পর প্রশাসনের তরফ থেকে পর্যবেক্ষণ করে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584