নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মালদা জেলার ইংলিশবাজার মহিলা পরিচালিত থানার ভারপ্রাপ্ত আধিকারিক তারেফা খাতুন (সাব-ইন্সপেক্টর) ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আইনজীবী তড়িৎ ওঝার বিরুদ্ধে।
অভিযোগ পত্রে ওই পুলিশ কর্মী জানিয়েছেন, ৭ জুলাই শুক্রবার ইংলিশবাজার থানার একটি মামলায় তদন্তকারী আধিকারিক হিসেবে সাক্ষী দিতে মালদা আদালতে যান তিনি। সেসময় এজলাসের দরজার সামনে দাঁড়িয়েছিলেন আইনজীবী তড়িৎ ওঝা। তিনি অত্যন্ত আপত্তিজনক ভাবে ওই পুলিশ আধিকারিকের পোশাকের ওপরে ঝুঁকে পড়েন তাঁর নামের ব্যাজটি পড়ার অছিলায়। আইনজীবী তড়িৎ ওঝার এই আচরণে অত্যন্ত অস্বস্তিবোধ করেন ওই মহিলা পুলিশ আধিকারিক।
শুধু এখানেই শেষ নয়, আদালতের কাজ সম্পন্ন করে তিনি যখন নেমে আসেন তখন সময় আনুমানিক দুপুর ১টা। অভিযুক্ত ওই আইনজীবীও নেমে আসেন এবং আদালত চত্বরেই ওই মহিলা পুলিশ অধিকারিককে বেশ কয়েকবার স্পর্শ করেন যা ইচ্ছাকৃত এবং অসৎ উদ্দেশ্যেই করা হয়। একজন মহিলা হিসেবে এতে অত্যন্ত অসম্মানিত বোধ করেন তারেফা খাতুন।
আরও পড়ুনঃ দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা গ্রেফতার, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক
সর্বোপরি, পুলিশের পোশাক পরিহিত অবস্থাতেই তাঁকে এইভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। পরবর্তীতে তারেফা জানতে পারেন ইংলিশবাজার থানার যে মামলার সাক্ষী দিতে তিনি আদালতে গিয়েছিলেন সেই মামলারই আসামী পক্ষের আইনজীবী হলেন তড়িৎ ওঝা। একজন পুলিশ কর্মী হয়েও হেনস্থার শিকার হতে হয় দিনে দুপুরে। এরপরেই ওই আইনজীবী তড়িৎ ওঝার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুনঃ বি-৫২ বোমারু বিমান হামলায় মৃত তালিবানের প্রায় ২০০ জঙ্গী
জানা গিয়েছে ইংলিশবাজার থানায় আইনজীবী তড়িৎ ওঝার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১/ ৩৫৪(এ)/৫০৯ ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584