নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায় দুই দলের সংঘর্ষ মাথাচাড়া দিয়েছে।বিশেষ করে পটাশপুর ও ভূপতিনগরে এর প্রবণতা অনেকাংশে বেড়েছে।
এই পরিস্থিতিতে তড়িঘড়ি করে পটাশপুর ও ভূপতিনগর থানার ওসি বদলি করা হল। তড়িঘড়ি বদলি ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। যদিও রুটিন মাফিক বদলি বলে জেলা পুলিশ সূত্রে জানাগেছে।
আরও পড়ুনঃ সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারের
সূত্রের খবর, পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল বদলি হয়ে পুলিশ লাইনের গেলেন।তার জায়গায় এলেন দীপক চক্রবর্তী। ভূপতিনগর থানার ওসি রবি গ্রাহিকা বদলি হয়ে তমলুকে ডি আই বি গেলেন। আর ডি আই বি থেকে এলেন পার্থ বিশ্বাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584