বৃদ্ধ দম্পতির বাড়ি দখলের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

0
53

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Occupy the house of old man | newsfront.co
বিমল জানা।নিজস্ব চিত্র

বৃদ্ধ দম্পতিকে মারধর ও বাড়ি ভাঙচুর করে পরে বসত বাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত যুবকের নাম সিদ্ধার্থ জানা।কাকদ্বীপ থানার বুধাখালির রাজনগরের ঘটনা। তৃণমূল অঞ্চল সভাপতি বাবলু প্রধান।

Occupy the house of old man | newsfront.co
নিজস্ব চিত্র

বুধাখালি গ্রাম পঞ্চায়েত প্রধান বানেশ্বর দাসের নেপথ্য বাড়ি ভাঙচুর বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।শেষ বয়সে মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে অসহায় দুই বৃদ্ধ বৃদ্ধা। কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ।প্রশাসনের হস্তক্ষেপ ছাড়ায় আতঙ্কে দিন গুনছেন বৃদ্ধ দম্পতি।

Occupy the house of old man | newsfront.co
সন্ধ্যা জানা।নিজস্ব চিত্র
Occupy the house of old man | newsfront.co
স্থানীয় প্রধান।নিজস্ব চিত্র

অভিযোগ দীর্ঘ দিন ধরে ষাট বছরের বিমল জানা নিজের জায়গার উপর বসত বাড়ি বেঁধে আছেন।বেশ কয়েকদিন আগে সিদ্ধার্থ জোর করে তার জায়গার দাবি তোলে।

আরও পড়ুনঃ ঋণ পরিশোধ না হওয়ায় বাড়ির দখল নিল ব্যাঙ্ক

এই নিয়ে বিমল আর সিদ্ধার্থর মধ্যে বচসা বাঁধে। বিমল বাবু এমন অত্যাচারের কারনে দ্বারস্থ হন প্রশাসনের কাছে।কিন্তু সেখানে সহযোগিতা পায়নি বলে অভিযোগ তাঁর।এর পর তৃনমূলের ছত্র ছায়াই বিমলের বসতবাড়ি রান্নাঘর ভেঙে নতুন গৃহ নির্মান করতে থাকে সিদ্ধার্থ ।

বহিরাগতদের নিয়ে এসে মারধর পুকুরের মাছ চুরি করে বলে দাবি করে।দুই ছেলে নাতি নাতনিদের নিয়ে বাস বৃদ্ধ বিমল জানার।স্ত্রী সন্ধ্যা জানা অসুস্থ ।

তৃণমূলের পরোক্ষ মদতেই এমন ঘটনা বলে দাবি পরিবারের।যদিও বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে বুধাখালি গ্রাম পঞ্চায়েত প্রধান।ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।শেষ বয়সে ভিটেমাটি ছাড়া হবার আশঙ্কায় দিন করছে পরিবারের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here