সমুদ্রের জলে জ্বলল আগুন

0
79

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

সমুদ্রের মাঝে দাউদাউ করে জ্বলছে আগুন। নীল জলে মধ্যমনি আগুনের লেলিহান শিখা। শনিবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। মেক্সিকোর ইয়ুকাটানে সমুদ্রবক্ষে জ্বলছে আগুন।

Mexico
ছবি: টুইটার

তেল সংস্থা পেমেক্সের সূত্র জানিয়েছে, সমুদ্রের নীচ দিয়ে যাওয়া পাইপের গ্যাস বেরিয়েই এই ঘটনা ঘটেছে। কু মালুব জেপ ওয়েল ডেভেলপমেন্ট প্রজেক্টের পাইপলাইন গিয়েছে জলের নীচ দিয়ে। সেই পাইপলাইনেই লিক হয়ে গ্যাস বেরিয়ে যায় এবং তা থেকেই আগুন জ্বলে ওঠে বলে প্রাথমিক অনুমান। জানা গিয়েছে, ৫ ঘণ্টার বেশি সময় ধরে নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্র মারফত জানা যায়, এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার জেরে প্রজেক্টের উৎপাদনেও কোনো ছেদ হয়নি।

আরও পড়ুনঃ ওরেগণ-ক্যালিফোর্নিয়া সীমান্তে জলের তাপমাত্রা পৌঁছেছে স্ফুটনাঙ্কে, কার্যত খরা পরিস্থিতি

মেক্সিকোর তেল নিয়ন্ত্রক সংস্থা এএসইএ প্রধান অ্যাঞ্জেল ক্যারিজেলস এই ঘটনার বিষয়ে বেশ কিছু তথ্য লিখেছেন টুইটারে। তবে সমুদ্রের ওপর ঠিক কী জ্বলছিল? তা স্পষ্ট করেননি। এর আগেও পেমেক্সের প্রজেক্টে একাধিক দুর্ঘটনার নজির রয়েছে। তবে কোনো দুর্ঘটনারই বিশদ তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here