দূষণ কমাতে দিল্লি সরকারের ‘অড-ইভেন রেশনিং’ ব্যবস্থা জারি

0
59

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সোমবার সকাল থেকেই দিল্লিতে জোরকদমে ‘অড-ইভেন রেশনিং’ ব্যবস্থা জারি হল। এই ব্যবস্থা অনুযায়ী, কোনও একটি বিশেষ দিনে যানবাহনের লাইসেন্স প্লেটের শেষ অঙ্কটি জোড় বা বিজোড় অনুসারে সেগুলি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি চালানো, গাড়ি পার্ক করা এবং পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহে অনুমতি পাবে। সহজ করে বলতে গেলে, গাড়ির লাইসেন্স প্লেটের শেষ অঙ্ক অনুযায়ী (জোড়/বিজোড়) নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি ব্যবহারের সুযোগ পাবে।

Odd-even rationing Arrangement in delhi | newsfront.co
প্রতীকী চিত্র

এ দিন দিল্লি সরকার প্রাইভেট গাড়িগুলির মধ্যে জোড় অঙ্ক দিয়ে শেষ হওয়া লাইসেন্স নম্বরগুলিকে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা অবধি গাড়ি চালানো ও ব্যবহারের সুযোগ দিয়েছে। যে সমস্ত প্রাইভেট গাড়ির নম্বরপ্লেটের শেষ অঙ্ক ০,২,৪,৬,৮ দিয়ে শেষ হয়, তারাই কেবল নির্দিষ্ট করা ১২ ঘন্টার মধ্যে দিল্লি রাস্তায় বেরোতে পারবে। অন্যদিকে বিজোড় অঙ্কগুলির জন্য অন্য একটি দিন ধার্য করা হবে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ‘অড-ইভেন রেশনিং’ ব্যবস্থার তৃতীয় দফার সময়সীমা ধার্য করা হয়েছে নভেম্বর ৪ থেকে ১৫ অবধি (রবিবার বাদে)। এর আগে ২০১৬ সালে প্রথম এই রেশনিং ব্যবস্থা চালু হয়। দিল্লির বাতাবরণ দূষণের পিছনে যানবাহন নির্গত ধোঁয়ার ভূমিকা অনেক। বায়ুদূষণে যানবাহনগুলি ২০-৩০ শতাংশ দায়ী।

একটি জাতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৪-১৫ নভেম্বর এই ১২ দিনে দিল্লির ১১ মিলিয়ন যানের মধ্যে ১.২ মিলিয়ন এর যান চলাচল প্রতিদিন বন্ধ থাকবে। এি রেশনিং ব্যবস্থাকে সার্থক করার জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল টুইটও করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here