ওয়েব ডেস্ক,নিউজ ফ্রন্ট:
লকডাউন নয়, শুক্রবার রাত্রি ৮টা থেকে ৪৮ ঘন্টার জন্য উড়িষ্যার ভুবনেশ্বর ও ভদ্রকে সম্পূর্ণ শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হল।
ওড়িশা সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যে এই শাটডাউনে অত্যন্ত জরুরী সামগ্রী দ্রব্যের দোকানগুলোও বন্ধ থাকবে। শুধুমাত্র নির্বাচিত কিছু ওষুধের দোকান খোলা থাকবে। কোন ওষুধের দোকান খোলা থাকবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করে দেবে।
প্রসঙ্গত উল্লেখ্য ওড়িশায় যে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চারজন ভুবনেশ্বরের ও একজন ভদ্রকের বাসিন্দা। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে গোষ্ঠী সংক্রমণ আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনে যে পাসগুলো দেওয়া হয়েছিল সেগুলোও এই ৪৮ঘন্টায় কোনভাবেই প্রযোজ্য হবে না। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কারফিউয়ের মতই এই শাটডাউনের অবস্থায় কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584