নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংক্রমনের বাড়বাড়ন্তে আবারও লকডাউনের মেয়াদ বাড়াল ওড়িশা সরকার। এর আগে ১৪ দিনের লকডাউন জারি ছিল সেই রাজ্যে। আগামিকাল সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা। তার একদিন আগেই আরও দুই সপ্তাহের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ।
আগামীকাল অর্থাৎ ১৯ই মে থেকে ১ জুন ভোর পাঁচটা পর্যন্ত রাজ্যজুড়ে জারি থাকবে লকডাউনের বিধিনিষেধ। আরও জানানো হয়েছে যে, শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত রাজ্যের সর্বত্র জারি থাকবে শাটডাউন। সংক্রমণের মাত্রা কমাতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
There shall be lockdown throughout the state from May 19th till 5 am of June 1st. There shall be a complete shutdown on weekends, starting 6 pm of Fridays till 5 am of Mondays: Government of Odisha pic.twitter.com/h9w7niG0cL
— ANI (@ANI) May 18, 2021
নতুন বিধি নিষেধাবলীতে বলা হয়েছে, অত্যাবশকীয় পণ্যের দোকান খোলা থাকবে প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।ওড়িশার মুখ্যসচিব সুরেশ মহাপাত্র জানিয়েছেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করলে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিবাহ অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ৫০ থেকে কমিয়ে ২৫ জন করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলগুলিকে এবার সেফ হোম করার সিদ্ধান্ত শিক্ষা দফতরের
তবে জানানো হয়েছে যে লকডাউন চলাকালীনও সব ধরনের স্বাস্থ্য পরিষেবা জারি থাকবে।উল্লেখ্য, ওড়িশায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩২১ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। সেই রাজ্যে অ্যাক্টিভ করোনা কেস দাঁড়িয়েছে ১,০৪,৫৩৯।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584