ওয়েবডেস্কঃ
ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী নিতে নারাজ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন লেখিকা গীতা মোহতা ।
লেখিকা গীতা মেহতা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন । শুক্রবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মশ্রী পুরস্কার বিজয়ীর তালিকায় তাঁর নাম থাকায় এক প্রেস বিবৃতিতে গীতা জানিয়েছেন ” ভারত সরকার আমাকে পদ্মশ্রীর জন্য যোগ্য মনে করেছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই সম্মান আমি নিতে পারব না। কারণ সামনেই লোকসভা নির্বাচন। এই সময়ে এই সম্মান ভুল বার্তা দিতে পারে, তাতে ভারত সরকার এবং আমি, দু’জনেই বিব্রত হব। যা আমার পক্ষে আরও বেশি দুঃখজনক।’’
গীতার কথা থেকে স্পষ্ট যে রাজনৈতিক টানাপোড়েনের আশঙ্কা থেকেই তার এই সিদ্ধান্ত । গীতার কথার রেশ ধরে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ২০১৯ এর লোকসভা ভোটকে সামনে রেখে উড়িষ্যায় ক্ষমতা থাকা বিজেডি পার্টির সাথে ঘনিষ্ঠতার জন্যই মোদি সরকারের এই সিদ্ধান্ত। শুক্রবার রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেন নবীন পট্টনায়ক মোদির সংস্করণ । কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি পট্টনায়ক ও মোদির ঘনিষ্ঠতা নিয়ে একাধিকবার প্রশ্নে সরব হয়েছেন ।
সব মিলিয়ে এই বছরে মোট ১১৩ জন পদ্মশ্রী প্রাপক এর তালিকা প্রকাশ করা হয় । ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে পদ্মশ্রী জয়ীদের নামের তালিকায় গীতাকে “বিদেশিনী” বলে আখ্যা দেওয়া হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584