ইস্টবেঙ্গলের নতুন কো-স্পনসর হতে পারে অফিসার চয়েস

0
179

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যতই কর্তারা মুখে বলুন না কেন যে তারা আইএসএল খেলবেন ক্লাবকে। কিন্তু খোলা চোখে সেটা আর সম্ভব নয়। তাই ক্লাব ভারতের সেরা টুর্নামেন্ট না খেললে বড় কোনো ইনভেস্টর ও আসবে না সেটা একেবারে স্পষ্ট।

Eastbengal | newsfront.co
ফাইল চিত্র

তাই আপাতত কো-স্পনসর ধরেই এগোতে চাইছে ক্লাব। কারণ আই লীগে খেললেও বিশাল অংকের খরচ। যে সমস্ত বড় মাপের ফুটবলার দলে নিয়েছে সেই আঙ্গিকে। তাই নতুন কো-স্পনসর হিসেবে প্রাক্তন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের সংস্থা অফিসার চয়েসকে আনতে চলেছে।

Utpal Ganguly | newsfront.co
উৎপল গঙ্গোপাধ্যায়

ক্লাব বরাবর উৎপল বাবুর সঙ্গে ভালো সম্পর্ক ইস্টবেঙ্গল কর্তাদের। সেই কারণে এগিয়ে আসছেন প্রাক্তন আইএফএ সচিব। এই বছর থেকে আর কলকাতা লীগে টাইটেল স্পনসর থাকছে না অফিসার চয়েস।

আরও পড়ুনঃ আইএসএল ভেন্যু হিসেবে গোয়াকেই সিলমোহর দিল এফএসডিএল

Debabrata Sarkar | newsfront.co
দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল কর্তা। ফাইল চিত্র

গতকাল ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক হয় অফিসার চয়েস কর্তাদের সেখানে বছরে তিন কোটি টাকা দেওয়ার কথা ঠিক হয়। যদিও ইস্টবেঙ্গল কর্তা ও প্রাক্তন আইএফএ সচিব দুজনেই কোনো অজ্ঞাত কারণে এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here