রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
জমে উঠেছে গণতন্ত্রের উৎসব।রাজনৈতিক দলের প্রচার প্রশাসনিক তৎপরতা সব মিলিয়ে সাজো সাজো ব্যাপার।এই আয়োজন যাতে সবার অংশগ্রহণে সফল হয় তার জন্য চলছে সার্বিক প্রচেষ্টা।সেই প্রচেষ্টার এবার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ড.পি উলগানাথন।
মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিক অধ্যুষিত জেলা।এ জেলা থেকে পেটের দায়ে শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ভোটাররা যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার আহ্বান জানিয়ে চিঠি দিচ্ছেন জেলা নির্বাচন আধিকারিক।এক লক্ষ বারো হাজার শ্রমিককে পোস্ট কার্ডে এই চিঠি পাঠানো হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে তাদের কর্মস্থলে।সেই চিঠিতে উল্লেখ আছে তারা ভোটের দিনক্ষণ। এমনকি তাদের আশ্বস্ত করা হয়েছে ভোটের জন্য তারা সবেতন ছুটি পাবে।
আরও পড়ুনঃ কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভা পরিদর্শনে পুলিশ আধিকারিক
শ্রমিক পরিবারগুলির বাড়ি বাড়ি গিয়ে তাদের কর্মস্থলের ঠিকানা ফোন নং সংগ্রহ করে এই চিঠি পাঠানো হচ্ছে।জেলা শাসকের স্বাক্ষর সম্বলিত সেই পোস্টকার্ড প্রস্তুত গন্তব্যে পৌঁছে যেতে।ডাক বিভাগের সাথেও কথা হয়েছে জেলা প্রশাসনের যাতে দুই তিন দিনের মধ্যে সেই চিঠি পৌঁছে যায় প্রাপকের হাতে।ডাক বিভাগও দিয়েছে সহযোগিতার আশ্বাস।
দেশের সরকার নির্বাচনে ব্রাত্য নয় কেউ।দেশের শাসক নির্বাচনের গুরুত্বপূর্ণ ভোটে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলিও যাতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে একাত্মতা অনুভব করবে।হাজার প্রতিবন্ধকতায় দারিদ্রের নিষ্পেষনে জীর্ন জীবনে যাপিত মানুষগুলিকে এই সাম্মানিক আহ্বান সপ্তদশ সাধারণ নির্বাচনের এক মাইক ফলক বলেই বিবেচিত হবে, মত সংশ্লিষ্ট মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584