জানা গেল সময়

0
596

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অবশেষে সামনে এল সময়। আন্দাজ করা গিয়েছিল। তবে, নিশ্চিত হওয়া যাচ্ছিল না। টেলিদর্শক আসলে একটু বেশিই উদগ্রীব। কারণ তাদের সন্ধের অবসর কাটে টেলিতারকাদের সঙ্গে নিয়েই।

Arkaja | newsfront.co

তাই কবে থেকে কোন স্লটে নিরুপমার গল্প আসছে তা জানার জন্য উদগ্রীব ছিলেন প্রায় সকলেই। একইসঙ্গে ভাবনা ছিল কোন সিরিয়ালটি।শেষ হতে চলেছে তা নিয়ে।

Arkaja | newsfront.co

সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ান’ ( EAN) প্রেমীদের জন্য আছে দুঃখের খবর। শেষ হতে চলেছে ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’। আর সেই স্লটেই আসছে ‘ওগো নিরুপমা’। নতুন এই ধারাবাহিকে কেন্দ্রীয় নারী চরিত্রে আসছেন অর্কজা। আর তাঁর বিপরীতে দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে।

আরও পড়ুনঃ দশ ঘণ্টার সুপার সিঙ্গার ফিনালেতে মহা ধামাকা

Ogo Nirupama | newsfront.co

তাছাড়াও থাকছেন পূর্বাশা দেবনাথ, মনজিত বড়াল, সৌমি ঘোষ, বিকাশ ভৌমিক, তুলিকা বসু, তনুকা চ্যাটার্জি সহ আরও অনেকে। প্রোমো বলছে, তুলিকা বসুকে দর্শক এবার পাবেন নেগেটিভ রোলে। বাকিটা সময় বলবে।

আরও পড়ুনঃ রাজের নতুন খেলা ‘হাবজি গাবজি’

এক দাঁত উঁচু, সাজহীন, সাধারণ অথচ গুণী মেয়ের জীবনের ওঠানামার গল্প বলতে আসছে এই ধারাবাহিক। ৫ অক্টোবর থেকে সোম থেকে রবি বিকেল সাড়ে ৫ টায় দেখুন ‘ওগো নিরুপমা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here