নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তপ্ত বিশ্বভারতী। এর মধ্যেই গত শনিবার একটি বিবৃতিতে ও চিঠির মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী বিদ্যুৎ চক্রবর্তী।
তিনি সরাসরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ তকমা লাগিয়ে দেন। তিনি এও বলেন ,”শান্তিনিকেতনে পড়লেই রাবীন্দ্রিক হওয়া যায় না।” এছাড়াও সেখানে কর্মরত বাঙালিদের যোগ্যতা ও মান নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে পৌষ মেলা সম্পর্কে কটূক্তির অভিযোগ উঠে এসেছে বিদ্যুৎ চক্রবর্তী সর্ম্পকে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ তকমা দেওয়ার পরপরই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চেয়ে একটি গণ-ইমেইল কর্মসূচির আয়োজন করল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদি সংগঠন ‘ঐক্য বাংলা’।
এ প্রসঙ্গে ‘ঐক্য বাংলা’ সংগঠনের সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান, “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বাংলার তথা বাংলার ভূমিসন্তানদের গর্ব তো বটেই, এটি সমগ্র ভারতের গর্ব। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উপাচার্য পদে বসে যেভাবে বিদুৎ চক্রবর্তী মহাশয় স্বয়ং শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ তকমা দিয়েছেন , তা সমগ্র বাংলা তথা বাঙালির অপমান। বাংলার মানুষ চুপ করে বসে থাকতে পারে না। এজন্যই আমরা স্বয়ং মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বিদ্যুৎ বাবুর পদত্যাগ চাই।”
আরও পড়ুনঃ প্রাচীর দেওয়ার কারণ ব্যাখ্যা বিশ্বভারতী উপাচার্যের
ঐক্যযোদ্ধা শ্রী সৌম্য চৌধুরী স্পষ্ট ভাষায় জানান, “এই ধরনের মন্তব্য করার ফলে উনি সমগ্র বাঙালি জাতির ভাবাবেগে আঘাত দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত উনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করছেন , আমরা গণতান্ত্রিকভাবে আমাদের লড়াই চালিয়ে যাব।”
অর্থাৎ বোঝাই যাচ্ছে মাত্র ছ’মাস বয়সী বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদি সংগঠন ‘ঐক্য বাংলা’ কোনভাবেই এই ইস্যু থেকে পিছু হটবে না। পাশাপাশি এই আন্দোলন যে আরও জোরালো হবে সেটাও স্পষ্ট সদস্যদের বার্তায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584