সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পল্লব পাল নামের এক সবজি বিক্রেতা রাস্তার ধারে সবজি বিক্রি করছিলেন। ঠিক সেই সময় তার পিছন দিক থেকে আসা এক ওলা চালক গৌরাঙ্গ দাস তার ওলা নিয়ে এসে পল্লব পালের ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে।

ওলা চালক ধাক্কা মারার পর সবজি বিক্রেতা পল্লব পালকে অত্যাধিক গালিগালাজ করতে থাকে। যদিও ওই সবজি বিক্রেতা কোন কথায় সাড়া দেয়নি। ফলে ওলা চালক গৌরাঙ্গ দাস ওলা নিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও গৌরাঙ্গ দাস ফিরে আসে সবজি বিক্রেতা পল্লব পালের কাছে। তখনও পল্লব পাল সবজি বিক্রি করছিল বিষ্ণুপুরের ধানকলের মধ্যেই।



আরও পড়ুনঃ বিষ মাখানো রুটি খেয়ে পুত্র-সহ বিচারকের মৃত্যু
গৌরাঙ্গ দাসকে গালিগালাজের কারণ পল্লব পাল জিজ্ঞাসা করায় গৌরাঙ্গ তার ওলা গাড়ির চাবি নিয়ে পল্লবের বাম চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় ওখান থেকে স্থানীয় মানুষজন পল্লবকে উদ্ধার করে স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
তবে গৌরাঙ্গ দাসের স্ত্রীর দাবি, তার স্বামীকেও মারধর করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক, তাকেও কলকাতায় নিয়ে গিয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, গৌরাঙ্গ দাসের পরিবার মিথ্যা অভিযোগ করছে।বিষ্ণুপুর থানার পুলিশ পুরো বিষয়টিকে তদন্ত করে দেখছে। পাশাপাশি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পল্লব পালের পরিবারের লোকজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584