নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এক বয়স্ক মহিলার মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটল আজ সন্ধ্যায়। রঘুনাথগঞ্জ থানার রহমানপুর এলাকার বাসিন্দা মনোয়ারা বেওয়া সংক্রমণ ব্যাধি নিয়ে ভর্তি হয়েছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
আরও পড়ুনঃ বামপন্থী মহিলা সংগঠনের বিক্ষোভ
বাড়ির লোকজন অভিযোগ করে, ডাক্তার দেখে যাওয়ার পর যখন তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে তখন বাড়ির লোকজন হাসপাতালে কর্মরত নার্সদের কে ডাকে, কিন্তু নার্সরা কোন কথার গুরুত্ব দেয়নি বাড়ির লোকের। যার ফলে মৃত্যু হয় সেই মহিলার।
আরও পড়ুনঃ শোপিয়ান এনকাউন্টারে ১ কমান্ডার সহ খতম ৪ আল-বদর জঙ্গি: আইজিপি কাশ্মীর
রোগীর আত্মীয়রা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ও নার্স ইনচার্জের ওপর চড়াও হয়। যার ফলে ডাক্তারবাবুরা আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং জরুরী পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। সেই স্থানে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584