সঞ্চিত সঞ্চয় কেরলার ত্রাণ তহবিলে তুলে দিলেন প্রৌঢ়া

0
105

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দাঁতন-২ ব্লকের খন্ডরুইর ৮১বছরের বিধবা বৃদ্ধা গৌরি পন্ডা কেরালা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ১০হাজার টাকা দান করলেন।দাঁতন-২ বিডিওর হাতে ‍১০হাজার টাকা তুলে দেন তিনি।বিডিও দীপান্বিতা পাত্র বলেন, সকালে অফিসে এসে দেখি ওই বৃদ্ধা হাতে টাকা নিয়ে বসে আছেন।তিনি আমায় বললেন আমার জমানো দশ হাজার টাকা আমি কেরালার মানুষদের জন্য পাঠাতে চাই।আমি অবাক হয়ে বৃদ্ধার নাম ঠিকানা জেনে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করি।

গৌরি পন্ডা।নিজস্ব চিত্র

তাঁর মেয়ে কনা দেবীর সঙ্গে কথা হয় আমার তার পরই টাকা নিয়ে অনলাইনে কেরালার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে জমা দিয়ে তাঁকে সার্টিফিকেট দিয়ে বাড়ি পাঠাই।তিনি আরো বলেন,এতদিন বিডিও অফিসে সবাইকে নিজের কাজে আসতে দেখেছি,কিন্তু এই ঘটনা আমি প্রথম ঘটল আমার সঙ্গে।গৌরি দেবী বলেন,কেরালার অবস্থা টিভিতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে তাই আমার জমানো টাকা দিয়ে অতি সামান্য সাহায্য করলাম।

আরও পড়ুনঃ ডোমকলের নৌকাডুবিতে দুটি মৃতদেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here