পুরনো ভিডিওকে নতুন আঙ্গিকে প্রচার করায় বাকবিতণ্ডা নেট দুনিয়ায়

0
116

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সম্প্রতি মেঘালয়ের গভর্নর তথাগত রায় তাঁর টুইটার হ্যান্ডেলে ১৫ জানুয়ারি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে দুজন পুরুষ একজন মা এবং তার মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে এবং বলপূর্বক মেয়েটিকে তার মায়ের থেকে আলাদা করে ট্রাক্টরে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে।

women assault | newsfront.co
ভিডিওর দৃশ্য। চিত্র সৌজন্যঃ টুইটার

ভিডিওতে একটি ছোট শিশুকেও দেখা যায়, যে কাঁদছে কিন্তু নিরুপায় হয়ে সেই নির্মম ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে কিছুদিনেই।

তথাগত রাযয় ভিডিওটি পোস্ট করার সময়, নিজের টুইটার হ্যান্ডেল লিখেছিলেন, ‘পাকিস্তানে এক হিন্দু মহিলাকে মুসলিমরা তুলে নিয়ে যাচ্ছে তার মা ও সন্তানের সামনে থেকে। আর বোকা হিন্দু এনআরসি-র বিরোধিতায় মগ্ন। ১৫০ কোটি মুসলিমদের জন্য ৫৫ টি ইসলামিক দেশ আছে, ২৫০ কোটি খ্রিষ্টানের জন্য আছে ৬৯ টি খ্রিস্টান দেশ আর ১৫০ কোটি হিন্দুদের জন্য নেই কোনও দেশ।

তথাগত রায় ছাড়াও ভিডিওটি শেয়ার করেছিলেন ‘ইন্ডিয়া স্ট্রিপডঃ দ্য ভয়েস অফ ইন্ডিয়া’ বইয়ের লেখক রেনে লিন। তিনিও তথাগতর সুরে গলা মিলিয়েছেন।

আরও পড়ুনঃ মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির

পাশাপাশি স্বরাজ্য কলামিস্ট শেফালি বৈদ্য একই ভিডিও পোস্ট করে ঐতিহাসিক রামচন্দ্র গুহ, অভিনেতা ফারহান আক্তারের সিএএ বিরোধী বিক্ষোভকে কটাক্ষ করে লিখেছেন, তাঁরা সিএএ কে সমর্থন করছেন না, কারণ তাঁরা চান পাকিস্তানের হিন্দু মেয়েরা এভাবে অবহেলিত ও অত্যাচারিত হোক, কারণ তারা হিন্দু এবং তাদের প্রতিবাদের ভাষা নেই।

সংবাদমাধ্যম অল্ট নিউজ এই ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে। জানা গেছে, ঘটনাটি প্রায় দুবছরের পুরনো। দুবছর আগেও ভিডিওটি নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছিল। তখন ভিডিওর মুদ্দা উপস্থাপনা করা হয়েছিল এই হিসেবে যে কীভাবে রাজস্থানের পুরুষরা রাজস্থানী গরীব মহিলাদের তুলে নিয়ে ধর্ষণ করে।

সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর ২০১৭-র ২৭ সেপ্টেম্বরে একটি রিপোর্ট পেশ করেছিল, যার থেকে জানা যায় এটি রাজস্থানের যোধপুরের একটি গ্রামের ঘটনা।

আরও পড়ুনঃ আসন সংরক্ষণ নিয়ে অনুযোগ-অভিযোগ নেতাদের, খসড়া বিজ্ঞপ্তি জারি কাল

ভিডিওতে দুজন মহিলাকে অত্যাচারিত হতে দেখা যায়, যার মধ্যে বয়োজ্যেষ্ঠ মহিলার নাম নিমত যে তাঁর মেয়েকে শওকতের সাথে বিয়ে দিয়েছিল। শওকতের শ্বশুর অর্থাৎ মেয়েটর বাবা আহমেদ খানকে দেখা যায় তার স্ত্রী নিমতের উপর অত্যাচার করতে এবং একই সাথে নিজের মেয়েকেও পেটাতে।

পুলিশ সূত্রের খবর, কালু ধন কি ধনী গ্রামের বাসিন্দা আহমেদ খানের কন্যাকে বিয়ে করেছিল শওকত খান। নাবালিকা কন্যার ‘গৌণ’ রীতি সম্পন্ন করার জন্য তার না নিমত অনেকদিন থেকেই জোর করছিল তার মেয়েকে। কিন্তু মেয়ে গৌণে রাজি না হওয়ায় শ্বশুর বাড়ি না গিয়ে বাপের বাড়িতেই পড়েছিল অনেককাল ধরে। তাই শওকত খান এবং শওকতের শ্বশুর আহমেদ খান এসছিল বলপূর্বক মেয়েকে নিয়ে যেতে শ্বশুর বাড়ি প্রেরণের জন্য।

এই পুরনো ভিডিওটিকে নতুন আঙ্গিকে এই ভাবে সিএএ কালীন পরিস্থিতিতে প্রচার করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here