ভিক্ট্রি ডে-র মহড়ার পুরনো ভিডিও আজকের বিমান হানা বলে চালালেও ধরা পড়লো ফ্যাক্ট চেকে

0
89

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাশিয়া- ইউক্রেন সংঘর্ষে বিমান হানার ভিডিও বলে বেশ কিছু জাতীয় স্তরের ভারতীয় সংবাদ মাধ্যম যেগুলি টুইট করেছে তা আদৌ রাশিয়া বা ইউক্রেনের তো নয়ই, এমনকি এই সামরিক অভিযানের সঙ্গে সে ভিডিওগুলির আদৌ কোন যোগ নেই। প্রত্যেকটি ভিডিও পুরনো এবং অন্য ঘটনার। ফ্যাক্ট চেকের মাধ্যমে সাফ জানালো Alt News

Ukrain Russia crisis
ছবিঃ alt News

টাইমস নাউ, জন কি বাত, নিউজ ২৪, রিপাবলিক ওয়ার্ল্ড, জি নিউজ ও নিউজ এক্স এই সবকটি মিডিয়া যে ভিডিও ক্লিপকে ইউক্রেন হামলার ফুটেজ বলে দেখিয়েছে তার সবকটি পুরনো। ‘ভিডিও ভেরিফিকেশন টুল’-এর মাধ্যমে Alt News পরীক্ষা করে দেখেছে এই ভিডিওটি ইতিমধ্যেই ৪ মে, ২০২০ তে আপলোড করা হয়েছে। ইউটিউব ভিডিওর টাইটেল অনুযায়ী এটি মস্কোর ভিডিও।

Russia Ukraine crisis,
ছবিঃ alt News

আরও পড়ুনঃ মধ্যরাতে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের, ইউক্রেন বিষয়ে জরুরী অধিবেশন রাষ্ট্রপুঞ্জে

নাৎসি জার্মানি রাশিয়ার কাছে বশ্যতা স্বীকার করে ৯ মে ১৯৪৫ সালে। তারপর থেকে এই দিনটি রাশিয়াতে ‘ভিক্ট্রি ডে’ হিসেবে পালিত হয়। দ্য মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে ৪ মে ‘ভিক্ট্রি ডে’-র মহড়া হয়। জেটপ্লেনগুলি ঠিক এইভাবেই মহড়া দেয় সেদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here