নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার ছিল বিশ্ব প্রেম দিবস। আজকের দিনেই সকলেই তার ভালবাসার মানুষটির জন্য প্রেম উজাড় করে দিচ্ছেন। কেউ বা আবার নিজের ফেসবুকের ওয়াল জুড়ে মানুষকে ভালোবাসার কথা ফলাও করে পোষ্ট করছেন অথচ আজকের দিনেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা স্টেশন চত্বরে এক অমানবিকতার চরম নিদর্শন পাওয়া গেল।
নিজের অসাবধানতার কারনে এক বৃদ্ধার হাতের কব্জি কেটে গেলেও সেই বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এলোনা কেউ। না প্রত্যক্ষদর্শীরা না রেল আধিকারিকরা।
আর কাটা হাত নিয়েই যন্ত্রনায় কাতরাতে থাকলো অশতিপর ও বৃদ্ধা। পরে প্রায় ঘন্টা দুয়েক পর কিছু মহানুভব যাত্রীর সৌজন্যে রেলপুলিশ ওই বৃদ্ধা কে তুলে নিয়ে যায় চিকিৎসার জন্য।
স্থানীয় সুত্রে জানা যায় শুক্র সকাল সাড়ে ছয়টা নাগাদ ভবঘুরে এক বৃদ্ধা গড়বেতা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির নীচ দিয়ে লাইন পারাপার করেছিলেন।
আরও পড়ুনঃ সাহেবনগরে গুলিকাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি অবরোধ
সেই সময় তার ডান হাতটি লাইনের উপর রেখে পেরোতে যাওয়ার সময় হঠাৎ করেই মাল গাড়ির চাকা গড়িয়ে যায়৷ আর তৎক্ষনাৎ বৃদ্ধার হাতের কব্জি কাটা পড়ে যায়। যন্ত্রনায় ছটপট করতে করতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ওই বৃদ্ধা। কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি।
স্টেশন চত্বরে উপস্থিত অসংখ্য যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করে আবার কেউ কেউ নিজের মোবাইল বের করে বৃদ্ধার যন্ত্রনাক্লীষ্ট ছবি ক্যামেরা বন্দি করতে থাকে।
পরে কিছু যাত্রী রেল আধিকারিকদের খবর দিলেও তাদেরও কোনো হেলদোল দেখা যায়নি। অবশেষে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠলে প্রায় দুই ঘন্টা নাগাদ ওই বৃদ্ধাকে রেল পুলিশ উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584