মোহনা বিশ্বাস, হুগলীঃ
করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত গোটা পৃথিবী। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। করোনা প্রতিরোধের জন্য ত্রাণ তহবিল খুলেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
অনেক বিশিষ্টজনরা ওই ত্রাণ তহবিলে নিজের সাধ্যমত কিছু অর্থ অনুদান দিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে সাহায্য করছেন। এবার রাজ্যবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে এগিরে এলেন এক বৃদ্ধা। নাম অর্চনা মুখোপাধ্যায়।
হুগলীর বলাগড়ের প্রত্যন্ত গ্রাম সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিজা গ্রামের বাসিন্দা। স্বামী প্রয়াত দিলীপ মুখোপাধ্যায় ছিলেন শিক্ষক ও সমাজসেবী। পেশায় অর্চনা দেবী প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষিকা।
আরও পড়ুনঃ দূরত্ব বাধা নয়, শিক্ষিকার উদ্যোগে প্রাক্তন ছাত্রদের ফেসবুক গ্রুপেই সচেতনতা প্রচার
করোনা মোকাবিলায় নিজের পেনশনের টাকা থেকে ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন তিনি। সোমবার বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব গঙ্গোপাধ্যায়ের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন অর্চনা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের সহ সভাধিপতি সুমনা সরকারও।
রাজ্যের এই কঠিন সময়ে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে আরও শক্ত করতেই অর্চনা দেবীর এই উদ্যোগ।
স্বামীর সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তিনি এই মহৎ উদ্যোগ নিয়েছেন বলে জানান অর্চনা মুখোপাধ্যায়। রাজ্যের এই সংকটজনক পরিস্থিতিতে বৃদ্ধার এইরূপ মানবিকতা যথেষ্ট প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584