প্রিমিয়ার লীগে আবার হার ম্যান ইউয়ের, চাকরি গেল কোচ সোলস্কারের

0
71

কবির হোসেন, ওয়েব ডেস্কঃ

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে ওয়াটফোর্ডের কাছে হেরে পিছিয়ে গেল। শনিবার ভিকারাজ রোড স্টেডিয়ামে প্রথম থেকে চাপে ছিল রেড ডেভিলসরা। ম্যাচের শুরুতে ডি গিয়া পেনাল্টি না বাঁচালে আরো লজ্জায় পড়তে হত ম্যান ইউকে।

Watford vs Man U

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। ম্যাচের ২৮ মিনিটে কিং ও বিরতির দুই মিনিট আগে পেনাল্টি মিস করা ব্রাজিলিয়ান স্টার সার এর গোলে। দ্বিতীয়ার্ধে শুরুতে একটি গোল শোধ করে রেড ডেভিলসরা। ম্যাচের ৫০ মিনিটের মাথায় রোনাল্ডো হেড থেকে ম্যান ইউ ভান ডি বিক গোল ২-১ করে। ম্যাচে ৫৭ মিনিটে রোনাল্ডো গোলকিপারকে একা পেয়েও বাইরে বল রাখেন এবং ৬৮ মিনিটের মাথায় ম্যানইউ ডিফেন্সের হ্যারি মাগুইরে দুবার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে আরও সমস্যায় পড়ে রেড ডেভিলরা। শেষ দুটি গোল ম্যাচের শেষের অতিরিক্ত মিনিটে করেন ব্রাজিলিয়ান স্টার সার ও ইমানুয়েল ডেনিস।

Manchester United coach
ওলে গানার সোলশার

পরাজয়ের পর ম্যান ইউর ম্যানেজার ওলে গানার সোলস্কারকে চাকরি থেকে অপসারিত করে। ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষ তার জায়গায় জিনেদিন জিদানকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে যদিও পারিবারিক কারণ দেখিয়ে এখনও পর্যন্ত এই প্রস্তাবে কোনো সাড়া দেননি তিনি।

 

আরও পড়ুনঃ বিশ্ব ক্রিকেটে বর্ণবাদ বিতর্কে প্রতিবাদের নেপথ্য নায়ক আজিম রফিক! নতুন সংযোজন হাশিম আমলা

ফুটবল বিশেষজ্ঞদের মতে, চুক্তির অংকের পরিমান বাড়ালে হয়তো তিনি রাজি হতে পারেন ম্যান ইউ’র বসের ভূমিকায়। লীগে ১৬ নম্বরে থাকা ওয়াটফর্ড-এর কাছে হার রেড ডেভিলসদের প্রিমিয়ার লিগ থেকে অনেকটাই পিছিয়ে দেবে। তাছাড়া রোনাল্ডো, রাসফোর্ডরা সহজ সুযোগ গুলো হাতছাড়া করেছে তা ম্যাচ হারার পেছনে অন্যতম কারণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here