স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ত্রাস সেই ডুয়াইন অলিভিয়ার।প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন ৫ উইকেট।ম্যাচে একাই এগারো উইকেট নিলেন তিনি।
একসময় দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ১উইকেটে ১০০রান। সেখান থেকে ১৯০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। এর আগে আজ গত দিনের ৫ উইকেটে ১২৭ স্কোর থেকে খেলতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাড়াও বড় স্কোর খাড়া করতে পারেনি। বাভুমার ৫৩ ও ডি’ককের ৪৫ রানের সুবাদে প্রথম ইনিংসে ২২৩ রান তোলে। পাকিস্তানের হয়ে মহম্মদ আমির ও শাহিন আফ্রিদি ৪টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪২ রানের লিডের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে এই টেস্ট জিততে গেলে করতে হবে ১৪৯ রান।দক্ষিণ আফ্রিকা এই টেস্ট জিততে পারবে কিনা সেটা সময় বলবে, তবে এটা বলাই যায় যে এই টেস্ট ম্যাচ তিনদিনের আগেই শেষ হয়ে যাবে।(ফিচার ছবি-https://twitter.com/TheYorkerBall/status/1078325749218607106?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584