মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে শীতলখুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েত এলাকার খলিসামাড়িতে।
পঞ্চানন বর্মার জন্মস্থান খলিসামারিতে আজ তাকে সংবর্ধনা দিতে এবং ওই জমি পরিদর্শন করতে সেই স্থানে আসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ওমপ্রকাশ মিশ্র। তার সঙ্গে আসেন কলকাতা ক্ষত্রিয় সমিতির সম্পাদক গিরীন্দ্র নাথ বর্মন।
আরও পড়ুনঃ ‘মারের বদলা মার দেওয়া হবে’, যাদবপুরে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
এদিন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জমিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেন পূণ্যভূমি খলিসামারি পঞ্চানন বর্মা ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে গিরীন্দ্রনাথ বর্মন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা রাজশ্রী বিশ্বাস, যোগেন্দ্র লস্কর প্রমূখ ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিল স্কুলবাস মালিকরা
গিরীন্দ্র নাথ বর্মন জানান, ‘দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের ক্ষেত্রে ওম প্রকাশ বাবুর ভূমিকা অস্বীকার করা যায় না। তাই তার মধ্য দিয়ে আগামী পয়লা ফাল্গুন পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের শিলান্যাস করা হোক।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584