নিজস্ব প্রতিবেদক,জলপাইগুড়িঃ
কেন্দ্রীয় মন্ত্রী, প্রকাশ জাভরেকরের ‘পাশ-ফেল’ সংক্রান্ত মন্তব্যের পর পুনরায় আন্দোলনে অক্সিজেন পেয়েছে এস ইউ সি। দীর্ঘ দিন আন্দোলন সত্ত্বেও কেন্দ্র রাজ্য তরজার গেরো’তে আটকে ছিল এস ইউ সি’র দাবীপূরণ। বিগত বছরের জুলাইয়ে এই দাবীতে বনধেরও ডাক দিয়েছিল এস ইউ সি।তারপর রাজ্য শিক্ষামন্ত্রীর দাবী মেনে নেওয়ার আশ্বাসে তুলেও নেওয়া হয়।
তারপর পদ্মা গঙ্গার জলের প্রবাহের মতই ঘটনাক্রম এগোলেও ফেরেনি পাশ-ফেল। সেই মুহুর্তে প্রকাশ জাভরেকরের পাশ-ফেল চালুর সিদ্ধান্তের সপক্ষে সদিচ্ছার মন্তব্য নিশ্চিত ভাবেই অক্রিজেন দিয়েছে এস ইউ সি কে। কেন্দ্রের সিদ্ধান্ত প্রকাশ হতেই পুনরায় মাঠে নেমেছে এস ইউ সি। দলীয় তরফে ৮-২২ জুন পাশ ফেল চালুর দাবীতে ‘দাবী পক্ষ’ পালনের কর্মসূচী ঘোষণা করেছেন রাজ্য সম্পাদক সৌমেন বসু। পাশ-ফেল চালুর বিষয়ে পুনরায় চিঠিও প্রেরণ করেছেন সৌমেন বসু।
দলীয় নির্দেশিকা মেনে জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে শহরে প্রচার মিছিল করে এস ইউ সি। একই সাথে শিক্ষার স্বাধিকার হরণ ও মোদি সরকারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে দলের তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584