নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
আজ ঝাড়গ্রামে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে হাঁটতে দেখা যায় ঝাড়গ্রামের তপসিয়ার ব্লক স্বাস্থ্য অধিকারিক খগেন্দ্রনাথ মাহাত।ডিউটি থেকে ছুটি না নিয়ে দপ্তর ছেড়ে তৃণমূলের মিছিলে হাঁটার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।যদিও খগেন্দ্রবাবুর বক্তব্য, আজ রবিবার, ছুটির দিন বলেই তিনি মিছিলে গিয়েছিলেন। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা। তাঁদের বক্তব্য, চিকিৎসার মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকার পরও কীভাবে খগেন্দ্রনাথবাবু হাসপাতাল ছেড়ে মিছিলে অংশ নিলেন?
চলতি বছরের মার্চ মাসে ঝাড়গ্রামের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) অশ্বিনী মাঝি একটি নির্দেশিকা জারি করেন। সেখানে তিনি জানান, অনুমতি ছাড়া জেলার কোনও ব্লক স্বাস্থ্য আধিকারিককে ক্যাম্পাস (হাসপাতাল) ছাড়তে পারবে না। যদিও আজকের ঘটনার পর সেই নির্দেশিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এবিষয়ে ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী মাঝি বলেন, “রাজনৈতিক মিছিলে হাঁটাটা ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু দেখব কেউ সঠিক ডিউটি করছে কি না। একজন ব্লক স্বাস্থ্য আধিলারিক হাসপাতাল থেকে বের হলে আমাকে (CMOH) জানাবে। সেক্ষেত্রে অন্য কাউকে চার্জে রেখে যেতে হয়।” আপনাকে কি জানিয়েছিলেন খগেন্দ্রনাথ মাহাত? এর উত্তরে অশ্বিনীবাবু প্রথমে কোনও প্রতিক্রিয়া না দেওয়ার কথা জানান। যদিও পরে তিনি বলেন, “না আমাকে এই বিষয়ে উনি জানাননি।
বিষয়টি নিয়ে জেলাশাসক আর অর্জুন বলেন, “সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের মিটিংয়ে হাঁটতে পারেন না। ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584