মনিরুল হক,কোচবিহারঃ
মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিনহাটা ১নং ব্লকের পুঁটিমারি ১নং গ্রাম পঞ্চায়েতের কুচনি পার্ট ২ গ্রামের কুচনি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা।আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার অবস্থায় অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় কোচবিহারের একটি বে-সরকারি নার্সিংহোমে।
দিনহাটা হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ওই ব্যক্তির নাম ইয়াজ উদ্দিন মিয়া(৪০)। তার বাড়ি কুচনি সরকারটারি এলাকায়।ওই বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিল। তারপর তার মাথার একদিকের একটি অংশ প্রায় খুলে যাওয়ার মত অবস্থায় হয়।
আরও পড়ুনঃ ভয়াবহ পথদুর্ঘটনা মৃত ১, ক্ষতিগ্রস্ত ৯টি গাড়ি,তৃণমূলের মিছিলে পরিকল্পিত হামলার অভিযোগ
মাথায় বেশ কয়েকটা সেলাই পড়ে। হাত, পা, মুখে গুরুতর আঘাত পায় ওই ব্যক্তি। পরিবারের লোকজন তাকে দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহারে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই ব্যক্তি ১নং গেট প্রান্তিক বাজার এসেছিলেন বাইক নিয়ে। তারপর সেখানে একটি অবৈধ মদের দোকানে মদ খায়।তারপর বাইক চালিয়ে সেখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় দুজনের সাথে কথা বলে।
তারপর যেতে যেতে হঠাৎ কুচনি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ১নং গেট থেকে বুড়িরহাট যাওয়ার পাকা রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে পড়ে ,প্রায় ১০-১২মিটার জায়গা দূরে ছিটকে যায় সে। সেখানে রক্তাক্ত হয়ে যায় ইয়াজ উদ্দিন মিয়াঁ। তারপর দমকলকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এসে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584