রমজান উপলক্ষে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

0
105

নিজস্ব প্রতিবেদক,কালিয়াগঞ্জঃ

রমজান মাসের ইফতার উপলক্ষে বিধবা ও দুঃস্থ পুরুষদের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ কালিয়াগঞ্জ ব্লকের পূর্ব আনাউন পীরতলা গ্রামের আনাউন নুরি সোসাইটি।শনিবার সন্ধ্যায় ১২৫ জন বিধবা ও দুঃস্থ ব্যক্তিদের মধ্যে প্রত্যেকে চাল ১০ কেজি, ১ কেজি ছোলা ,১ কেজি মুসুর ডাল চিনি সিমাই মুড়ি ও ১ লিটার করে সরিষার তেল দেওয়া হয় বলে জানান সংস্থার সম্পাদক শাজাদ হুসেন।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মুপ্তি মৌলানা,আনসার আলম,ফইজুল হক,হাফিস হোসেন আলম ।দুঃস্থ ব্যক্তি দের মধ্যে
রোসনেআরা বেগম বলেন তারা রমজানের এই পূর্ন মাসে এতগুলি খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছেন ।শাজাদ হোসেন জানান,তাদের এই সংস্থা প্রতি বছরই রমজান মাসে দুঃস্থ দের মধ্যে এই ধরনের খাদ্য সামগ্রী দিয়ে থাকে।তাছাড়া ও বন্যা খরা সমস্ত দুর্যোগের সময় তাদের এই সংস্থা পুরো জেলা জুড়ে সামাজিক কাজ করে থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here