নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বন্ধের মুখে হিলি আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্রের রপ্তানি ব্যবসা। গত সাতদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ হিলি আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র দিয়ে পাথর রপ্তানি বন্ধ থাকার কারনে বাংলাদেশের হিলি কাস্টমস্ সি আন্ড এফ এজেন্টস আসোসিয়েশন লিখিতভাবে ভারতের হিলি এক্সপোটার্স আন্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনকে জানিয়েছে যে ১লা অক্টোবর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে যদি বাংলাদেশে পাথর রপ্তানি না করতে পারে ভারতের হিলি এক্সপোটার্স আন্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন তাহলে আন্তর্জাতিক হিলি বানিজ্য কেন্দ্র দিয়ে পাথর ছাড়াও অন্যান্য সমস্ত রকম দ্রব্য আমদানি ব্যবসা তারা বন্ধ করে দেবে। এদিকে বিগত সাত দিন ধরে পাথর রপ্তানি বন্ধ থাকার কারনে ক্ষতির মুখে হিলির পাথর রপ্তানির সঙ্গে ব্যবসায়ীরা।
হিলি এক্সপোটার্স আন্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ হিলি-র রপ্তানি ব্যবসায়ীর উত্তম জৈন হিলির ভারত বাংলাদেশ চেকপোস্টের প্রবেশের পূর্বে বালুপাড়া এলাকার ট্রাক পার্কিং-এর গেট বন্ধ করে দেয়।এরপরে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ হয়ে যায়। রবিবার হিলি এক্সপোটার্স আন্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দক্ষিণ দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছে তারা। অচলাবস্থা কাটাতে তারা এই বিষয়ে অভিযোগ জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি,দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক এবং দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের দারস্থ হয়েছে এদিন। বাংলাদেশে পাথর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হিলি-র বালুপাড়া এলাকার ট্রাক পার্কিং-এ গত সাত দিন ধরে পাথর বোঝায় লড়ি সমেত আটকে থাকা লড়ি চালক কার্ত্তিক দাস অভিযোগ করে বলেন সিরিয়ালভাবে গাড়ি যাচ্ছে না, যার জোড় আছে সে নিয়ে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের তত্ত্বাবধানে চলা এই ট্রাক পার্কিং-এর দায়িত্বে থাকা কর্মী তপদীপন সরকার বলেন এই বিষয়ে যা বলার তা অতিরিক্ত জেলা শাসক বলবেন।তবে তিনি জানান ২২শে সেপ্টেম্বর টাক পার্কিং -এর গেটে তালা মারার দৃশ্য তার চোখে পড়েনি,এমনকি ২৩ শে সেপ্টেম্বর ট্রাক পার্কিং-এ এসেও তিনি দরজায় কোন তালা দেখতে পাননি।রবিবার বিকালে হিলি-র রপ্তানি ব্যবসায়ী উত্তম জৈন হিলি এক্সপোটার্স আন্ড কাস্টমস্ ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। এদিন উত্তম জৈন বলেন আমি নিজেই একজন রপ্তানি ব্যবসায়ী আমি কেন রপ্তানি বন্ধের কথা বলব বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি এই বিষয়ে তিনি কোর্টে মানহানি মামলা করারও হুশিয়ারি দিয়েছেন এদিন।
আরও পড়ুনঃ নির্মল বাংলার প্রশাসনিক গ্যাঁড়াকলে নাজেহাল নাগরিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584