মনিরুল হক,কোচবিহারঃ
এক সময়কার নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে মারধর ও বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১নং ব্লকের পুটিমারি ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিনহাটা-কোচবিহার মেইন রোড শিমুলতলা পেট্রোল পাম্পের সামনে।আক্রান্ত ওই তৃণমূল যুব নেতার নাম মনিরুল সরকার।তাঁর বাড়ি দিনহাটা প্রান্তিক বাজার সংলগ্ন সরকারটারি এলাকায়।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে দাউদাউ করে জ্বলা মোটর বাইকটির আগুন নেভায় দমকল কর্মীরা। ওই ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত তৃণমূল যুব নেতার মনিরুল সরকারের অভিযোগ করে বলেন, বিজেপির স্থানীয় নেতা দীনেশ রায়ের ভাই বিকাশ রায় আমাকে ফোন করে দেখা করতে বলে।দিনহাটা থেকে ফেরার পথে তাঁর সাথে দেখা করে ২০০ মিটার এগোতে না এগোতেই অন্য কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা এসে আমাকে হেলমেট দিয়ে মারধোর করে এবং বাইকটি কেড়ে নিয়ে পুড়িয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।
আরও পড়ুনঃ ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এবিষয়ে দিনহাটা ১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেন বলেন,এভাবে প্রকাশ্যে দিনের বেলায় দিনহাটা-কোচবিহার মেইন রোডে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল যুব নেতা মনিরুল সরকারকে ডেকে এনে হেলমেট দিয়ে মারধোর করে এবং তাঁর বাইককে আগুন ধরিয়ে দেয়। সাধারণ মানুষ এখন দেখুক যে তারা কাকে ক্ষমতায় নিয়ে এসেছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোটা ঘটনা আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক।
যদিও ওই অভিযোগ অস্বীকার করেন বিজেপির স্থানীয় নেতৃত্ব দীনেশ রায়। তিনি বলেন,“ওই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584