কলকাতা মেট্রোয় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

0
66

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

woman harrestment | newsfront.co
প্রতীকী চিত্র

ফের কলকাতা মেট্রোয় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। ধৃতের নাম অমিত দাস। আদতে বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা বছর ত্রিশের ওই গৃহবধূ।

accused | newsfront.co
অভিযুক্ত। সংবাদ চিত্র

প্রতিদিন মেট্রোয় কবি নজরুল থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যান তিনি। জানা গিয়েছে, প্রায় ২ মাস ধরে মেট্রোয় যাতায়াতের সময় বছর ৪২-এর অমিত দাস তাঁকে অনুসরণ করত। একাধিকবার অশালীন অঙ্গভঙ্গিও করেছে ওই ব্যক্তি। অভিযোগ, সোমবারও ওই বধূকে অনুসরণ করে অভিযুক্ত। এরপর কবি নজরুল স্টেশন থেকে মেট্রোয় ওঠার সময় বধূর গোপনাঙ্গ স্পর্শ করে অমিত।

আরও পড়ুনঃ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু, শুক্রবার রাত ১২ টা থেকে গাড়ি চলবে না শিয়ালদহ ব্রিজে

এরপরই আর্তনাদ করেন নিগৃহীতা। কান্নায় ভেঙে পড়েন তিনি। বিষয়টি কর্তব্যরত রেল পুলিশের নজরে পড়তেই আটক করা হয় অভিযুক্তকে। খবর দেওয়া হয় পাটুলি থানায়। পরে পাটুলি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আগামিকাল আদালতে তোলা হবে অমিতকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বাসিন্দা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here