মাথাভাঙ্গার সুটুঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক বৃদ্ধ

0
44

মনিরুল হক, কোচবিহারঃ

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। ওই বৃদ্ধের নাম শংকর দাস। তিনি শহরের ৫ নম্বর ওয়ার্ডের বিধানপল্লীর বাসিন্দা। সেই সময় কয়েকটি শিশু দেখতে পায় ওই বৃদ্ধ জলে ডুবে যাচ্ছে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি করলেও তারা ওই বৃদ্ধকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

river bank | newsfront.co
নিজস্ব চিত্র

সিভিল ডিফেন্সের তরফে ভলান্টিয়াররা স্পিডবোট নিয়ে এসে ওই এলাকায় তল্লাশি চালালেও এখনও পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি বলে জানা গিয়েছে।

river | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আমপান ক্ষতিপূরণের ফর্ম জমা দিতে গিয়ে পুলিশের রোষের মুখে জনগণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শংকরবাবু অন্যান্য দিনের মতো এদিনও বাড়ির কাছে প্রবীণ উদ্যান ‘গোধূলির আলাপন’ সংলগ্ন সুটুঙ্গা নদীর ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান। সেইসময় ঘাটের কাছে কয়েকজন শিশু খেলছিল। বিষয়টি তাদের নজরে আসে। তাদের চিৎকারে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। শংকরবাবুর প্রতিবেশী দক্ষ সাঁতারু বাবলু রজক সহ আরও অনেকে নদীতে বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়েও তার কোনও হদিশ পাননি।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে বাবলু রজক বলেন,”নিয়মিত নদীতে স্নান করলেও শংকরবাবু সাঁতার জানতেন না এবং তিনি অসুস্থ ছিলেন।”

আরও পড়ুনঃ রাজাভাতখাওয়ায় পথ দুর্ঘটনায় মৃত ২

এই বিষয়ে মাথাভাঙ্গা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। গত কয়েকদিনের বৃষ্টিতে নদীতে জল বেড়ে যাওয়ায় এবং জলের স্রোত থাকায় ওই বৃদ্ধ স্নান করতে নেমে তলিয়ে যান। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here