নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বেহাল অবস্থায় পড়ে রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স ৷মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ইসলামপুর গ্রামীণ হাসপাতালে সাংসদ তহবিল থেকে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে তৎকালীন মুর্শিদাবাদ লোক সভার সাংসদ মান্নান হোসেন এই অ্যাম্বুলেন্স টি দিয়েছিলেন ইসলামপুর গ্রামীণ হাসপাতাল কে।
সেই আম্বুলেন্স টা ইসলামপুর বাজার কমিটিকে দেখভালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব দেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে অ্যাম্বুলেন্স টা ঠিকঠাক ভাবে পরিষেবা দেয়না।
গত এক বছর ধরে এক রাস্তার মোড়ে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ।সরকারি অ্যাম্বুলেন্স টি নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই বলে মনে হয় আধিকারিকদের।
গ্রামবাসীদের অভিযোগ তারা ঠিকঠাকভাবে অ্যাম্বুলেন্সের পরিষেবা পায় না এবং অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতালে ফোন করলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে এক ঘন্টা সময় লাগবে,কারণ বেশি সংখ্যক অ্যাম্বুলেন্স নেই, রুগী আনার খুব সমস্যা ৷
আরও পড়ুনঃ খেজুরিতে মৎস্যজীবীদের জালে মাছের বদলে উঠল বাচ্চা কুমির
তার পরেও এই ভাবে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি।স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপি জানায় অ্যাম্বুলেন্সটির বিষয়ে তদন্ত করে দেখা হবে ,কি কারণে অ্যাম্বুলেন্স টি বেহাল অবস্থায় পড়ে রয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584