তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে, গ্রেফতার

0
77

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

যাদের অ্যাপ ক্যাব বুক করার মত সামর্থ্য নেই, অথচ তারা দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছতে চান, তাদের জন্য অ্যাপ নির্ভর বাইক পরিষেবা চালু হয়েছে অনেক দিনই। কিন্তু মহিলা সহযাত্রীকে বাইকের পেছনে তুললে মাঝেমধ্যেই যা ঘটনা ঘটছে, তাতে কখনও অস্বস্তিতে পড়েছেন বাইক চালক আবার কখন সহযাত্রী।

driver | newsfront.co
ধৃত অ্যাপ বাইক চালক ৷ নিজস্ব চিত্র

ফলে এই পরিষেবার মহিলা যাত্রী কে তুলতে ভয় পাচ্ছেন অনেক বাইক চালক। কারণ আইনের ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলাদের অভিযোগের গুরুত্ব বেশি।কিছুদিন আগেই অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় এক মহিলা যাত্রী তোলার পর তার পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন জীবন সম্পর্ক নিয়ে প্রশ্ন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ওই বাইক চালককে। যদিও বাইক চালক এর দাবি ছিল, তিনি কোনো প্রশ্ন করেননি বরং ওই মহিলা তাকে জিজ্ঞাসা করছিলেন।

আরও পড়ুনঃ খড়িবাড়িতে গাড়ির ব্যাটারি-সহ গ্রেফতার ২

আর এবার ফের আবারও একবার অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল।গড়ফা এলাকায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাইক চালককে।সূত্রের খবর, ধৃতের নাম ধীরাজ কুমার রাম (২২)। সে কলকাতার তিলজলা রোডের বাসিন্দা। শনিবার রাতে অভিযুক্তের বাড়ির সামনে থেকেই ধীরাজকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা বছর ২৫-এর এক তরুণী শুক্রবার দুপুরে বেলেঘাটা রোড থেকে ওই অ্যাপ নির্ভর বাইকে ওঠেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত বাইক চালক ধীরাজ কুমার রাম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁর দেওয়া নির্দিষ্ট লোকেশনে সরাসরি না পৌঁছে দিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে চালক।

আরও পড়ুনঃ বেলদা স্টেশনে যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির ডেপুটেশন

প্রতিবাদ করলে গড়ফা থানা এলাকার কালিকাপুরে তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনকি তাঁকে গন্তব্যে পৌঁছে না দিয়ে মাঝ রাস্তাতেই নামিয়ে দেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে অশ্লীল ভাষাতেও কথা বলে অভিযুক্ত। এমনকি তাঁকে হুমকিও দেন বলে অভিযোগ করে ওই তরুণী।

১০০ ডায়ালে ফোন করে গোটা বিষয়টি জানায় তরুণী। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে নতুন অ্যাপ নির্ভর বাইক পরিষেবাতে যে মহিলাদের নিরাপত্তা নেই, তা প্রমাণ হয়ে গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here