সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
অবশেষে গঙ্গাসাগরে এসে পৌঁছালো ভারতীয় সেনার নিথর দেহ। জানা যায়, কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হয় সাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতির বয়স আনুমানিক ৩৬ বছর।তিনি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থানা এলাকার দক্ষিণ হারাধনপুরের বাসিন্দা ছিলেন।
সূত্রের খবর উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩রা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় দেবব্রত মাইতির। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে গঙ্গাসাগরে দেবব্রত মাইতির পরিবারের লোকজনকে তার মৃত্যুর খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃ লকডাউনে প্রধানমন্ত্রীর বাতি জ্বালানোর নির্দেশের বিরুদ্ধে সরব ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি
কর্তব্যরত অবস্থায় দেবব্রত মাইতি মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবার থেকে সাধারণ মানুষ।
রবিবার সকালে দেবব্রত মাইতির কফিনবন্দি দেহ পৌঁছায়, তার গ্রামের বাড়ি গঙ্গাসাগর এলাকার দক্ষিণ হারাধনপুরে। এরপরেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।
তবে পরিবার সূত্রে জানা যায়, গত দু’বছর আগে কর্তব্যরত অবস্থায় বিশেষ অভিযানে গুরুতর জখম হয়েছিল ভারতীয় এই সেনা। তারপর সে সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করেছিলেন। তবে তার কর্মজীবন থেকে অবসর নেওয়ার জন্য বাকি ছিল মাত্র আর একটা বছর। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল গঙ্গাসাগরের এই ভূমিপুত্রের।
বর্তমানে তাঁর পরিবারে স্ত্রী এক ছেলে রয়েছে। এদিন ভোরবেলা তার মরদেহ গ্রামে পৌঁছতে এলাকার জন প্রতিনিধিরা গ্রামে যথাযোগ্য মর্যাদা দিয়ে ঘরের ছেলেকে বিদায় জানায়, পাশাপাশি তাদের ঘরের ছেলের এই আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584