নিজস্ব সংবাদদাতা , উত্তর দিনাজপুরঃ
এটিএম প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হেমতাবাদ থানার পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এটিএম কার্ড। অভিযুক্ত রেহান রেজাকে সাতদিনের পুলিশ হেফাজতে নিয়েছে হেমতাবাদ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল হেমতাবাদের বাসিন্দা মজিবুর রহমান একটি এটিএম কাউন্টারে গিয়ে রেহানের কাছে টাকা তুলতে সহায়তা চান। সহায়তার টাকা তোলার নাম করে অভিযুক্ত তার এটিএম কার্ড এবং পিন নম্বর হাতিয়ে পালিয়ে যায়। পরে মজিবুরের অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ মোবাইল কিনে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের
হেমতাবাদ থানায় মজিবুর বাবু লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে রায়গঞ্জ থানার গোবিন্দপুর গ্রাম থেকে রেহানকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584