নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনায় বিবাহ বিচ্ছেদ হচ্ছে বা প্রেমিকের সঙ্গে স্ত্রী চলে যাচ্ছে বাড়ি ছেড়ে এমন ঘর ভাঙার অনেক খবরই সম্প্রতি শিরোনামে উঠে এসেছে। কিন্তু নিজেকে ‘কোভিড পজিটিভ’ বলে সংসার ভাঙার নজির বোধহয় খুব একটা নেই। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল নবি মুম্বই।
করোনা সংক্রমণের ভয় দেখিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মুম্বইয়ের বাড়ি ছেড়ে সোজা ইন্দোরে গিয়ে প্রেমিকার সঙ্গে সুখের সংসার পাতলেন এক যুবক। অবশেষে পুলিশের জালে পরার পর ফের স্ত্রীর হাত ধরে ঘরেও ফিরলেন তিনি। করোনাকে ঢাল করে ওই বিয়ে-পাগল ব্যক্তির এমন কাণ্ড দেখে হতবাক মুম্বই পুলিশ। ২৪ জুলাই এই ঘটনার সূত্রপাত হয়।
অভিযুক্তের স্ত্রীর দাবি, ওইদিন তাঁর স্বামী তাঁকে ফোন করে জানান, তিনি করোনা পজিটিভ। তাঁর আয়ুষ্কাল ফুরিয়ে আসছে। ব্যাস! তারপর আর একটাও কথা বলেননি তিনি। এই দুটো কথা বলেই ফোন কেটে দেন ওই ব্যক্তি। কোথায় রয়েছেন, কী বৃত্তান্ত-সবকিছু ধোঁয়াশা রয়ে যায়। স্বামীকে নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে পড়েন স্ত্রী।
আরও পড়ুনঃ সন্তান বিয়োগ, অভাবের জোড়া ধাক্কায় মহালয়ায় আত্মঘাতী দম্পতি
এদিকে মোবাইলও বন্ধ। বাধ্য হয়ে তাঁর পরিবার খোঁজ খবর নিতে শুরু করেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। ওই ব্যক্তির হদিশ পেতে তল্লাশি অভিযানে নামে মুম্বই পুলিশ।
আরও পড়ুনঃ ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ে সতর্ক হতে হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
কোভিড সেন্টার, হাসপাতাল, ব্রিজের তলা, নদীর পাড় সর্বত্র ঘুরেও ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। এমন সময়, পুলিশ তাঁর মোবাইলের অবস্থান জানতে পারে। লোকেশন ইন্দোর। সেই সূত্র ধরে ফের তল্লাশি শুরু করে মুম্বই পুলিশ। ইন্দোরে পুলিশের একটি দল যায়। সেখানে গিয়ে একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয় ‘মৃত্যুপথযাত্রী ব্যক্তি’কে ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কোভিড সংক্রমণের যে গল্প ফেঁদেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যে। বরং প্রেমিকাকে নিয়ে সুখের সংসার পেতে ছিলেন তিনি। এমনকী, পরিচয় সংক্রান্ত ঝুটঝামেলা এড়াতে ভুয়ো পাসপোর্টও বানিয়ে ফেলেছিলেন তিনি। প্রেমিকার সঙ্গে মধুচন্দ্রিমার পর্বও শেষ ওই ব্যক্তির। ইন্দোরের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করে আপাতত পলাতক স্বামীকে স্ত্রী’র হাতে তুলে দিয়েছে মুম্বই পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584