শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সুশান্তের মৃত্যুর পিছনে ষড়যন্ত্র নিয়ে মুখ খোলায় আক্রান্ত হতে হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। মুম্বইয়ে তার অফিস হওয়ার চেষ্টা শুরু হলে আদালতের নির্দেশে তা বন্ধ হয়। এবার কঙ্গনাকে সমর্থন করে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি ফোন করার অভিযোগে কলকাতার টালিগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযুক্ত যুবকের নাম পলাশ বসু।
জানা গিয়েছে, ধৃতকে শুক্রবার দুপুরে আলিপুর আদালতে পেশ করা হবে। মুম্বই নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে। তারপর শুক্রবার রাতেই ওই যুবককে নিয়ে মুম্বই পাড়ি দেবেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, দিন সাতেক আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এটাও জানান, তাকে মুম্বইতে না ফেরার হুমকি দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক-সহ তিন পুলিশকর্মীর
যদিও অভিযোগ অস্বীকার করে সঞ্জয় রাউত সংবাদমাধ্যমে বলেন, “আমরা হুমকি দিই না। মুম্বইতে থেকে অভিনেত্রী কীভাবে মুম্বইকে অপমান করতে পারেন? কঙ্গনার পেছনে অন্যের ‘লাউডস্পিকার’ বাজছে।”
এরপরই কঙ্গনার আবেদনের ভিত্তিতে তার নিরাপত্তা বাড়ানো হয়। ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তায় কঙ্গনার ব্যক্তিগত দেহরক্ষী ছাড়াও এখন অভিনেত্রীর নিরাপত্তায় রয়েছেন ১০ জন সরকার প্রদত্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী।
আরও পড়ুনঃ বিজেপির রাজ্য কমিটিতে আসতে পারে বৈশাখী
এদিকে সুশান্ত মৃত্যু প্রসঙ্গে কঙ্গনার একের পর এক আক্রমণ প্রভাব ফেলেছে জনমানসেও। যেভাবে তথ্যসমৃদ্ধ আক্রমণ করছেন অভিনেত্রী এবং তার বিনিময়ে তাকেও আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তাতে অনেকেই শিবসেনা প্রধান সঞ্জয় রাউতের ওপর বিরূপ মনোভাব পোষণ করছেন। অপ্রিয় অভিনেত্রীর সমর্থনে সবকিছু ছাড়িয়ে গিয়েছেন টালিগঞ্জের এই যুবক।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে শিবসেনা প্রধান সঞ্জয় রাউতের কাছে একটি ফোন কল আসে। সেখানে এক যুবক তাকে হুমকি দেয়, কঙ্গনার ওপর আর কোনরকম আঁচ এলে শিবসেনা প্রধানকে তার ফল ভুগতে হবে। তিনি বিষয়টি মুম্বই পুলিশকে জানালে মুম্বই পুলিশ খতিয়ে দেখে, ফোন এসেছিল কলকাতা থেকে। এরপরই টাওয়ার লোকেশনের মাধ্যমে মুম্বই পুলিশ কলকাতায় এসে ওই যুবককে গ্রেফতার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584