রেশনের বিপুল পরিমাণ চাল-গম পাচার করতে গিয়ে চিৎপুরে ধৃত যুবক

0
51

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউন পরিস্থিতিকেও কাজে লাগিয়ে নিজের মুনাফা কামাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এর আগেও লকডাউনের মধ্যে ৩৪৩ কেজি চাল মজুতের অভিযোগ উঠেছিল কাশীপুরের এক ব্যবসায়ী এবং তার সঙ্গীর বিরুদ্ধে।

arrest | newsfront.co
প্রতীকী চিত্র

এবার গোপনে রেশনের চাল গম পাচার করার অভিযোগে সোমবার চিৎপুর থানা এলাকার বীরপাড়া লেনে অভিযান চালিয়ে অবশেষে হাতেনাতে গ্রেফতার করা হয় সুদীপ সাউ নামে এক যুবককে। উদ্ধার হয় ৪০০ কেজি চাল এবং ১০০ কেজি গম, যা সে অবৈধ ভাবে মজুত করে রেখেছিল।

আরও পড়ুনঃ ‘ফেলে পেটাবো…’ ফেসবুক কমেন্টে প্রকাশ্য হুমকি অভিনেতাকে

লকডাউনের মধ্যে গরিব মানুষের জন্য রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিলি করছে রাজ্য সরকার। সেই চাল গম পাচারের তথ্য পেয়েই এদিন অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

ক্রেতা সেজেই যোগাযোগ করা হয় ওই ব্যবসায়ীর সঙ্গে। তারপরেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া বাজারে সবজি থেকে অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক নজর রাখছেন ইবির গোয়েন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here