নেশার আসরে বিরক্ত করায় কুকুরকে খুন, আটক ১

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

নেশার আসরে বিরক্ত করায় একটি কুকুরকে থেঁতলে মেরে ফেলার অভিযোগ উঠলো মালদহে। এই ঘটনায় মালদহের পশুপ্রেমি সংগঠন থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, ওই যুবক কুকুরটিকে খুন করে সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় আপলোড করেছিল।

animals lover | newsfront.co
হাতে অভিযোগ নিয়ে থানার সামনে পশুপ্রেমি সংগঠনের সদস্যরা। নিজস্ব চিত্র

এই ভিডিও দেখেই পশুপ্রেমি সংগঠন ওই যুবককে সনাক্ত করে পুরাতন মালদহ থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাতে। পুলিশে অভিযোগ জমা পড়েছে বৃহস্পতিবার। পশুপ্রেমি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুরটিকে মেরে সেটিকে মহানন্দা নদীতে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ গৃহবধূকে থেঁতলে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

সম্পূর্ণ ঘটনাটি অভিযুক্ত ভিডিও করে। কিছুদিন আগে পাশের জেলা রায়গঞ্জেও কুকুর খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করে। মালদহের এই যুবককে কুকুরটি নেশা করার সময় বিরক্ত করেছিল বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here