নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জাল সিম কার্ড তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাউস নগর বাজারে পুলিশি অভিযান চালিয়ে আটক করা হল মুক্তার হাসান নামের এক সিমকার্ড বিক্রেতাকে।

ওই ব্যক্তির দোকান থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার স্ক্যানার, একটি বায়োমেট্রিক স্ক্যানার, ছটি মোবাইল ফোন একটি ক্যামেরা। পুলিশ জানিয়েছে, সমস্ত জাল সিম কার্ড নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই মোবাইল সার্ভিস প্রোভাইডারদের ডাকা হয়েছে ওই নম্বরগুলো ডিঅ্যাক্টিভেট করার জন্য। জানা গেছে, ধৃত ওই ব্যক্তি হাউস নগরীর বাসিন্দা।
আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রের

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই সিম কার্ড বিক্রেতাকে ৭ দিনের পুলিশি রিমান্ড চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584