শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নারীঘটিত অপরাধ বহুদিন ধরে বন্ধ থাকলেও সুস্থতা বৃদ্ধির জেরে ফের ধীরে ধীরে শুরু হয়েছে। মঙ্গলবার রাতে এমনই এক ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলে।
অভিযোগ, কোনও ভাবে বাইরে থেকে ঢুকে পড়ে কলকাতা মেডিক্যাল কলেজে হস্টেলের চতুর্থ তলে এক যুবককে প্রকাশ্যে হস্তমৈথুন করতে দেখা যায়। ঘটনায় বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কিভাবে বাইরে থেকে ঢুকে পড়ল ওই যুবক? জানা গিয়েছে, কোনও ভাবে নজরদারি এড়িয়ে মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে হস্টেলের চতুর্থ তলে ওই যুবক পৌঁছে যায়। এক মহিলা পোস্ট গ্র্যাজুয়েটকে দেখে তাকে প্রকাশ্যে হস্তমৈথুন করতে দেখা যায়।
আরও পড়ুনঃ সহকর্মী কোভিড পজিটিভ, গৃহবন্দি সুজন চক্রবর্তী
চোখের সামনে ওই যুবকের এনে কার্যকলাপে অন্যান্য ডাক্তারি পড়ুয়ারা চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে লিফট দিয়ে পালানোর চেষ্টা করে যুবক। লিফটের কাছেই দাঁড়িয়ে ছিলেন একজন মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। অভিযোগ, তাঁকেও টেনে লিফটে তোলার চেষ্টা করে ওই যুবক। তিনি চিৎকার শুরু করলে তাঁর সহকর্মীরা দৌড়ে এসে তাঁকে টেনে বার করে দেন।
আরও পড়ুনঃ লকডাউনে হারিয়েছেন কাজ, অবসাদে আত্মঘাতী গল্ফগ্রিনের তরুণী বীথি মন্ডল
ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে গ্রেফতার করেছে। কিন্তু লেডিজ হোস্টেলে কিভাবে একজন যুবক চার তলায় পৌছে গেল, কেন কোনও নজরদারী ছিল না, তা নিয়ে কোনো কথা বলতে চাননি কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584