গুজরাতের সিএএ বিক্ষোভের ভিডিও লকডাউনে মেটিয়াব্রুজের ছবি বলে ফেসবুকে পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

0
78

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সংক্রমণ যত মারাত্মক আকার নিচ্ছে, ততই বাড়াবাড়ি হচ্ছে ভুয়ো খবরেরও। কোথাও কোনও ভিডিও পেলেই তা যাচাই না করেই নিমেষে ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ার মাধ্যমে। এভাবেই গুজরাতের একটি ভিডিওকে কলকাতার মেটিয়াবুরুজের বলে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

 

Arrest | newsfront.co
প্রতীকী চিত্র

শুক্রবার সন্ধ্যায় হিমাংশু দেবনাথ নামে গাইঘাটার অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতের বিরুদ্ধে ১২০বি, ১৫৩এ, ৫০৫ (১) (বি/২) এবং আইটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই ফেসবুকে একটি ভিডিও পোস্ট ভাইরাল হয়।

screenshot | newsfront.co

ওই ভিডিওতে দেখা যাচ্ছে , পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করছে ক্ষিপ্ত জনতা। কোনও মতে জিপ চড়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। ২৯ মার্চ ভিডিওটি পোস্ট করা হয়েছিল। ভিডিওটির নিচে লেখা ছিল, মেটিয়াবুরুজ এলাকাতে লকডাউনে পুলিশ অতিরিক্ত বাড়াবাড়ি করাতে মানুষ তার জবাব দিচ্ছে।

তবে এদিন কলকাতা পুলিশ তাঁদের ফেসবুক এবং ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওর একটি স্ক্রিনশট তুলে তা পোস্ট করে জানিয়েছেন, পুরো বিষয়টাই মিথ্যা। ভিডিওটি কলকাতার নয়। সেটি গুজরাতের একটি পুরনো ভিডিও। গত বছরের ১৯ ডিসেম্বর আমেদাবাদের শাহ-ই-আলম এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে বিক্ষোভ থামাতে গেলে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পাঁচ পুলিশকর্মী জখম হন। ভিডিওটি সেই ঘটনারই। মেটিয়াবুরুজে সম্প্রতি এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here