নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
অবৈধ চোলাই মদ বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল সোনামুখী আবগারি দপ্তর। বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল বেআইনিভাবে চোলাই মদ বিক্রি করে আসছে বেশ কিছু অসাধু ব্যক্তি। সেইমতই বৃহস্পতিবার সোনামুখী থানার নিত্যানন্দপুর এলাকা থেকে অবৈধ চোলাই মদ বিক্রি করার অভিযোগে সুধন সাহা নামে এক ব্যক্তিকে আটক করল সোনামুখী আবগারি দপ্তর।
সোনামুখী আবগারি দপ্তরের ওসি সন্তোষ কুমার সেনগুপ্ত খবর পেয়ে নিজে নিত্যানন্দপুরে পৌঁছে যায় এবং চোলাই মদ নিয়ে যাওয়ার সময় হাতেনাতে সুজন সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। আর্থিক সমস্যায় পড়ে এই ব্যবসা করতে হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানায় অভিযুক্ত সুদন সাহা।
আরও পড়ুনঃ নকশালবাড়ি থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ ধৃত এক
সোনামুখী আফগারি দফতরের ওসি সন্তোষ কুমার সেনগুপ্ত জানান, আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে খবর ছিল সেই মোতাবেক আজ নিত্যানন্দপুরে আমরা হানা দিই এবং হাতেনাতে সুদন সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করি। যার কাছ থেকে দুটি ব্যাগে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584