নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
চুরি করতে গিয়ে গড়বেতায় কুয়োতে পড়ে গেল এক চোর, ছুটে পালালো বাকি দুইজন। কুয়াে থেকে উদ্ধার করে চোরকে গ্রামবাসীরা তুলে দেয় পুলিশের হাতে। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ নং ব্লকের অন্তর্গত গড়বেতা থানার বিরাজপুর গ্রামে।
বুধবার গভীর রাতে ওই গ্রামের এক ব্যক্তির বাড়িতে চুরি করতে যায় তিনজন চোর। সেই সময় ওই ব্যক্তির পরিবারের সকলে আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারপর তারা জানতে পারে বাড়িতে চোর ঢুকেছে। তারা চোর চোর চিৎকার করলে তার প্রতিবেশীরাও ঘুম থেকে উঠে পড়ে। তখন বিপদ বুঝে চোরেরা ছুটে পালাতে থাকে। তাদের ধাওয়া করে গ্রামবাসীরা। সেই সময় ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিন জন চোর। তার মধ্যে একজন পালাতে গিয়ে কুয়ােতে পড়ে যায়। বাকি দুইজন ছুটে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ প্রতিবেশীর সাথে গোলমাল, সুবিচারের আশায় বালুরঘাটে এসপি অফিসে অভিযোগ আক্রান্তকারীর
এরপর গ্রামবাসীরা বিষয়টি গড়বেতা থানায় ফোন করে জানায়। তবে কুয়ােতে পড়ে যাওয়া চোরকে গ্রামবাসীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে, তার চিকিৎসা করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেযায় গড়বেতা থানার পুলিশ। পুলিশ ওই চোরকে উদ্ধার করে নিয়ে যায়। ধরা পড়ে যাওয়া চোরের বাড়ি গড়বেতা থানার খাঙ্গারডাঙ্গা গ্রামে। পুলিশ চোরকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনঃ রায়দিঘীর মণি নদীতে দেখা মিলল কুমিরের, চাঞ্চল্য এলাকায়
ওই চোর সুস্থ হয়ে উঠলে পুলিশ বাকি চোরে দের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে বলে জানা গিয়েছে। তবে পালিয়ে যাওয়া ওই দুই চোরের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। ওই ঘটনার ফলে গড়বেতা থানার বিরাজপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584