নৌবাহিনীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও, কেরলে বাংলার যুবকের হাজতবাস

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নৌবাহিনীর অফিসার সেজে টিকটকে ভিডিও করে পোস্ট করার অভিযোগে পশ্চিমবঙ্গের এক যুবককে গ্রেপ্তার করলো কেরালা পুলিশ। শুধু টিকটক ভিডিও পোস্টই নয়, নৌবাহিনীর ইউনিফর্ম পরে অফিসার পরিচয় দিয়ে ঘুরে বেড়ানোরও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

Arrested | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, অভিযুক্তের নাম রাজা নাথ। বাড়ি নদিয়ায়। গত ১৯ অক্টোবর কোচিতে পৌঁছেছিলেন রাজা নাথ। এরপর কোচিতে ওয়াটার ট্যাঙ্ক রোডে এ ১৬০ অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি।

আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন শিক্ষক, অশিক্ষক, গবেষকরা

পুলিশ সূত্রে খবর, কোচির এক দোকান থেকেই নৌবাহিনীর ইউনিফর্ম পেয়েছিলেন ধৃত ওই যুবক। তবে ওই যুবক কী কারণে নদীয়া থেকে কোচিতে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। পাকড়াও করার পর ভারতীয় দণ্ডবিধির ১৪০ ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here