ডেবরায় আদিবাসী মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ধৃত ১

0
49

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বারুনিয়া গ্রামে গত শনিবার সকালে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। জানা গেছে, ঐ মহিলার বাড়ি থেকে প্রায় দুই কিমি দূরে ইসলামপুর গ্রামের রাস্তার একটি ঝোপের মধ্যে ঐ মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।

accuced arrest | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় ডেবরা থানার পুলিশকে। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে, ঐ মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর গ্রামবাসীরা।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে, ডেবরা -সবং রাস্তার গোদাবাজার এলাকায় অবরোধ করেন গ্রামবাসীরা। পরে পুলিশি আশ্বাসে তা তুলেও নেওয়া হয়।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় রায়ত জায়গা দখল করে বিজেপি পার্টি অফিস তৈরির চেষ্টা, এলাকায় উত্তেজনা

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বারুনিয়া গ্রামের এক আদিবাসী মহিলা খুনের ঘটনায় আজ পুলিশ শৈল দিয়াসী নামের এক মধ্যবয়ষ্ক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান।

সেই সঙ্গে তিনি ঐ মহিলাকে ধর্ষণের অভিযোগ খারিজ করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুনের কথা নেই বলেও জানান তিনি। অভিযুক্তকে আগামীকাল মেদিনীপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here