কলকাতায় ফের ভুয়ো করোনা পরীক্ষার অভিযোগ, ধৃত যুবক

0
54

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের ভুয়ো করোনা পরীক্ষার চক্র ফের ধরা পড়ল কলকাতায়। কিছুদিন আগেই অনলাইনের মাধ্যমে এই ধরনের চক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এসএসকেএমের দুই স্বাস্থ্যকর্মী এবং আরজিকরের এক স্বাস্থ্যকর্মীকে। এবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের নাম ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল সৌমিত্র চৌধুরী (৪০) নামে এক যুবককে।

Covid test | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের তরফে স্বতঃপ্রণোদিত এক অভিযোগে পুলিশকে জানানো হয়, কেউ বা কারা হাসপাতালের নাম ভাঁড়িয়ে করোনা পরীক্ষা করে মানুষকে ঠকাচ্ছে। প্রতারিতদের সূত্র ধরে ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রথমে পাওয়া যায় একটি ফোন নম্বর। জানা যায়, সেই ফোন নম্বর থেকেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলছিল প্রতারণা। সেখানে নিজেকে ওই বেসরকারি হাসপাতালের কর্মী বলে পরিচয় দিত সৌমিত্র চৌধুরী নামে ওই যুবক।

আরও পড়ুনঃ অ্যাম্বুল্যান্সের সমস্যা নিরসনে কলকাতা পুরসভায় বৈঠকে স্বরাষ্ট্রসচিব, জারি একগুচ্ছ নির্দেশিকা

এরপর ভুয়ো খদ্দের সেজে ফোন নম্বরের সূত্র ধরে সৌমিত্র চৌধুরীর হদিশ পায় পূর্ব যাদবপুর থানার পুলিশ। জেরায় সে পুলিশকে জানায়, অন্তত ৩০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করেছে সে। এরপর পরিচিত পরীক্ষাগার থেকে পরীক্ষা করিয়ে তার রিপোর্টও দিয়েছে। প্রতিটি পরীক্ষা করার জন্য ৩৬০০ টাকা করে নিতেন ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ সরকারি দূরপাল্লার বাসযাত্রীদের জন্যে এবার থার্মাল চেকিং শুরু কলকাতায়

সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর নিয়ে আসা হয় থানায়। তবে সংক্রমণের আশঙ্কায় তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তার সঙ্গে কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here