মোহনা বিশ্বাস, কলকাতাঃ
শহর কলকাতার বুকে ফের তরুণীকে গণধর্ষণ। এবার ঘটনাস্থল গার্ডেনরিচ। মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে এক তরুণীকে হাত-পা বেঁধে গণধর্ষণ ও লুঠপাটের অভিযোগ। আর এই অভিযোগে কার্যত উত্তাল এলাকা। ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

অভিযুক্তদের পাকড়াও করতে SIT ও গঠন করা হয়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এরপর বৃহস্পতিবার দুপুর ২ টো ১৫ মিনিট নাগাদ গার্ডেনরিচের বত্তিকাল এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের নাম আসগর শাহ। বয়স ২৪। এই যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। জেরায় দোষ কবুল করেছে সে। এখনও তদন্ত চলছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাড়ি আদতে বিহারের গয়ায়। কয়েক বছর ধরে গার্ডেনরিচেই ভাড়া থাকত আসগর। ইলেকট্রিশিয়ানের কাজ করত সে। ওই যুবকের সঙ্গে আড়াই বছর ধরে সম্পর্ক ছিল তরুণীর। কিন্তু পরিবারের আপত্তিতে তা ভেঙে যায়। তবে দু’জনের মধ্যে যোগাযাগ ছিল।
কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘জেরায় অভিযুক্ত আসগর শাহ জানিয়েছে যে আগেও তরুণীর বাড়িতে গিয়েছিল সে। তার কাছে একটি ডুপ্লিকেট চাবিও ছিল। তা দিয়ে ঘটনার দিন তরুণীর বাড়িতে ঢুকেছিল। তারপর তরুণীকে ধর্ষণ করেছিল। আলমারি ভেঙে নগদ লুট করেছিল। আলমারির দরজা কাটার জন্য যন্ত্রপাতি এনেছিল সে। কারণ বাড়িতে যে নগদ অর্থ আছে তা আগে থেকেই জানত সে।’
আরও পড়ুনঃ SSKM: যৌন হেনস্থায় অভিযুক্ত ডাক্তারকে শাস্তিমূলক বদলি নয়! উঠছে প্রশ্ন
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে নামার পরপরই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, ব্যবসার কাজে অনেক সময়ই বাড়ির বাইরে থাকতেন ওই বাড়ির লোকেরা। ফলে বেশিরভাগ দিনই ২৬ বছরের এই তরুণী বাড়িতে একা থাকত। কাজের সূত্রে তরুণীর বাড়ির অন্য সদস্যরা সেদিনও বাইরে ছিলেন। বাড়িতে একা ছিল তরুণী। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢোকে তিন থেকে চারজন দুষ্কৃতিদের একটি দল। এরপর হাত-পা বেঁধে তরুণীকে গণধর্ষণ করে।
আরও পড়ুনঃ উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আবারও দৈনিক সংক্রমণ ১০০০ ছুঁইছুঁই, সুস্থতার হার ৯৭.৭৫ শতাংশ
শুধু তাই নয়, বাড়িতে ১৫ লক্ষ টাকা লুট করে সেখান থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতির দল। খবর পেয়ে বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনবহুল এলাকার মধ্যেই এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এইমুহূর্তে ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল(সিট)।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584