সোনারপুরে জোড়া খুনে অভিযুক্তকে হাওড়া থেকে গ্রেফতার

0
41

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

সুভাসগ্রামে বাবা ও পালিত মেয়ের জোড়া খুনের ঘটনার ১৯দিন পর গ্রেফতার করা হল মূল অভিযুক্ত রমেশ পন্ডিত কে । তাকে হাওড়া থেকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ১১ ই জুলাই এই খুনের ঘটনা ঘটে। সম্পত্তির কারণেই খুন করে শ্বশুরকে। শ্বশুরের লিঙ্গ কেটে দেওয়া হয়।

criminal | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে স্ত্রীকে খুন করার মূল কারণ হল স্ত্রী সম্প্রতি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইত না তাই । আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে। শ্বশুরের নাম বাসুদেব গাঙ্গুলী। ইনি নকশাল করতেন। মেয়ের নাম সুমিতা ওঁরাও গাঙ্গুলী । যদিও মেয়ে ছিল তাঁর দত্তক কন্যা । বিয়ের পর সুমিতা ওঁরাও পন্ডিত হয়। সুমিতা কুকুর বিড়াল ভালোবাসত।

আরও পড়ুনঃ করোনার ভয়ে অবহেলা সকলের, বাড়িতে ৬ ঘণ্টা সংজ্ঞাহীন পড়ে থেকে মৃত্যু বৃদ্ধার

সম্প্রতি তাদের মেয়েকে বিড়াল আঁচড়ে দেওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হয়। রমেশ নিজে ফোন ব্যবহার বন্ধ করে দেয়। কোথায় কোথায় কাজ করত তা বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হয় । পুরোনো কললিস্ট খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করে, পরিচিত একজনের খোঁজ পায় পুলিশ ।

তার সূত্র ধরেই গ্রেফতার করা হয় তাকে । স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে বলে কিছুদিন আলাদা থাকার কথাও বলে তিনি । লিলুয়া থানার বেলগাছিয়াতে কাজ করত রমেশ । ঘটনার পুননির্মাণ করা হবে। আপাতত তাকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here