গানের খাতা আর দেওয়ালে হুঁশিয়ারি! পুলিশের জালে উল্টোডাঙার ডালকল শ্রমিকের খুনি

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কখনো কখনো খুনির অতিরিক্ত আত্মবিশ্বাস তার ধরা পড়ে যাওয়ার কারণ হয়ে উঠতে পারে। উল্টোডাঙায় গোরাপদ সরকার লেনের ডাল কারখানায় বন্ধ কারখানায় মৃত শ্রমিকের উদ্ধারের পর দেওয়ালে লেখা সিআইডি অফিসার কে হুঁশিয়ারি এবং একটি গানের খাতা হাতে পেয়ে দুয়ে দুয়ে চার মিলিয়ে তিনদিনের মধ্যেই খুনিকে ধরতে সমর্থ হল ফুলবাগান থানার পুলিশ।

convict | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

পুলিশ জানিয়েছে, খুনি ওই কারখানার আরেক কর্মী শাকিল খান। তাঁকে দেশবন্ধু পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে সে কেন রাকেশ কে খুন করেছে তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়।

প্রসঙ্গত, বুধবার উল্টোডাঙার গোরাপদ সরকার লেনের একটি ডালকলের ভিতরে রাকেশ সাউ নামে বছর তিরিশের এক যুবকের মাথায় গভীর ক্ষত গলায় কাটা দাগ অবস্থায় দেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ উল্টোডাঙায় বন্ধ কারখানার মধ্যে নৃশংসভাবে খুন যুবক

পরে পুলিশ জানতে পারে, প্রত্যেক দিনের মতো ঘটনার দিন রাতেও রাকেশ তার মালিক পরেশ সাউয়ের কাছ থেকে গুদামের চাবি নিয়ে সেখানে শুতে গিয়েছিলেন। কারণ রাতে গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকতেন তিনি নিজেই। পরের দিন সকালে পরেশবাবু রাকেশের ক্ষতবিক্ষত দেহ দেখে আঁতকে ওঠেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আরও পড়ুনঃ করোনা ভ্রুকুটির মাঝেই মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাস! আক্রান্ত ৯

তদন্তে নেমে পুলিশ দেখতে পায় কারখানার দেওয়ালে হিন্দি ভাষায় কেউ লিখেছে, “সিআইডি রাজ সাবধান, আগর জাদা চালাকি করোগে, তো খুদ হি ফাঁস যাওগে…।” সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি গানের খাতাও। দেওয়াল লিখনের সঙ্গে খাতার হাতের লেখা মিলিয়ে দেখা হলে দুটি লেখা একজনেরই বলে প্রমাণ পায় পুলিশ।

এরপর ঘটনা তদন্তে পুলিশ জানতে পারে, মৃতের এক পরিচিত শাকিল খানের গান লেখার শখ আছে। আর এই সখ পুলিশের তদন্তের অন্যতম যোগ সূত্র হয়ে ওঠে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল বীরভূমের বাসিন্দা শাকিল। শেষ পর্যন্ত আচমকাই দেশবন্ধু পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here